Sunday, September 21, 2014

এ পুলিশ কেমন পুলিশ #HokKolorob

এ পুলিশ কেমন পুলিশ, উর্দি ছেড়ে গেঞ্জি পরো
এ কেমন শাসক তুমি, রাতের বেলায় লাঠি ধরো

বছরের পরের বছর ছাত্র আসে, তুমি একই
ক্ষমতার মাদকের'ই চোরাবালির ধরণ এমন
চুপ নয়, প্রতিবাদেই ছাত্রসমাজ রাস্তা ভরো

এ পুলিশ কেমন পুলিশ, উর্দি ছেড়ে গেঞ্জি পরো
এ কেমন শাসক তুমি রাতের বেলায় লাঠি ধরো

কেঁদেছি আগেও আমি, যখন তুমি বুদ্ধবাদী
সেদিনের লাঠির ঘায়ে ছাত্র-ছাত্রী অশ্রুমতী
অশ্রুর সাথেই প্রেমে জন্ম আমার, আমার মরণ
বরাবর বহিরাগত'র গল্প দেওয়া তোমার ধরণ

লিখেছি স্লোগান আগেও, ভাবছো আমি হদ্দ বুড়ো
ভুলে গেছো আমার ভায়ের বয়স আজকে ঠিক আঠেরো

এ পুলিশ কেমন পুলিশ, উর্দি ছেড়ে গেঞ্জি পরো
এ কেমন শাসক তুমি রাতের বেলায় লাঠি ধরো।

- কবীরের কাছে ক্ষমাপ্রার্থী
অনির্বাণ দত্ত চৌধুরী

#HokKolorob