Monday, January 26, 2015

ব্রেজিলের কালো বাঘ

১ ছবিটা দেখেই ফেললাম।
২  বাদশাহী আংটি দেখে ফেলেছেন?
১ হ্যাঁ দেখেছি।
২ ব্যস? আর কিছু বলবেন না? বলুন না প্লিজ।
১ আগে থেকে বলে দেব?
২ বলে দেবেন মানে? সে কি মশাই? গল্প পালটে দিয়েছে নাকি?
১ তা একটু আধটু।
২ ঈশ, এটা না করলেই পারতো। শেষটা একই রেখেছে তো?
১ শেষ বলে দোব? ভালো হবে কি? মাল্টিপ্লেক্সে এতগুলো টাকা খরচা করে দেখবেন।
২ সে তো আপনার জন্যেই। বললাম একটা সপ্তা যেতে দিন, বড়দিনের ছুটিতে ছেলেটা দেশে ফিরেছে। ব্যাঙ্কের একশোটা কাজ। ওদের দেশের মত তো সব কাজ একদিনে হয় না। সময় লাগে। যাগ্‌গে, দু একটা ছাড়ুন।
১ আবির ফেলু।
২ দুত, সে তো পোস্টারেই দেখলাম। নতুন কিছু বলুন।
১ ইমামবাড়ার অ্যান্টিক ভিডিওর ওপরে ফেলু-তোপসের মডার্ন সুপার ইম্পোজ।
২ বলেন কি? সু-পা-র ইম্পোজ? কিন্তু, করতে হল কেন? ফেলু তোপসে ডাবল রোল করেছে নাকি?
১ দুর মশাই, ডবল রোল আজকাল স্ক্রিনে বোঝা যায় না। সেই উত্তর ফাল্গুনী তে ... না, অতটা করেনি। কম বাজেটে নামিয়েছে বোধহয়, বাবার জিন তো আফটার অল।
২ শিওর? কম বাজেট বলে করেচে? আজকাল তো শুনিচি ফিল্মে পয়সার অভাব নেই।
১ সুদীপ্ত জেলে, পয়সাটা দেবে কে? আর তাছাড়া ডিরেক্টরের ট্র্যাক রেকর্ড দেখুন। রেনকোট, বোম্বাই'এর বোম্বেটের এক-দু বছর পরের সিনেমা। কালো ধোঁয়ার স্টিম ইঞ্জিন রেনকোট পেল, বো-বো কেন পেল না? সিম্পল - লো বাজেট। সারা বিশ্বকে দেখিয়ে দেব - আমরাও পারি এবং কম পয়সায় পারি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। ব্যস।
২ তাহলে বাজেট'ই হবে। আর? আরো কিছু ছাড়ুন।
১ রজতাভ ছিল। গুলি খেয়েছে।
২ সে কি? রজতাভ'কে যে ফেলুদা বোম্বাই'তে গুলি মারল? ও তো জেলে।
১ ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই। সলমন'কে ধরে রাখতে পারলো না, রজতাভ'কে কি করে পারবে?
২ এই মাইরি সত্যি বলুন না, রজতাভ গুলি খেয়েছে? আবার?
১ আবারের কি আছে। দেব-কোয়েলের সিনেমায় তো হরবখত খায়। রূপসী বাংলা দেখেন না?
২ হ্যাঁ, মানে ... ভাবছি, রজতাভ'ই কেন বারবার ...
১ চেহারাটা বড়সড় তো - টিপ করতে সুবিধে হয়, প্লাস ভারী শরীর নিয়ে আস্তে ছোটে। একটা জায়গায় জিভ বার করে হিস হিস করে ঠোঁটের সামনে চাটছিল।
২ হিস হিস? মানে সাপের মত?
১ নাইন্টিজে ডিডি'তে চন্দ্রাকান্তা দেখতেন? রাজা শিবদৎ - অবিকল ওইভাবে নেশা করত।
২ বাপরে, এক সিনেমায় এইট্টিজ আর নাইন্টিজ।
১ আর গলৌটি কাবাব।
২ সে না হয় হল। যাই বলুন তাই বলুন, রজতাভ কিন্তু বেশ ভালো অ্যাক্টর।
১ শুধু ভালো? উদার।
২ উদার?
১ নইলে কেউ বুনিপ আর র‍্যাট্‌লের মত দু-দুটো হ্যাপেনিং রোল ছেড়ে দেয়।
২ আচ্ছা, স্পেশাল কিছু বলুন।
১ স্পেশাল? ... হু ... স্পেশাল ... স্পেশাল ... স্পেশাল এফেক্ট ... র‍্যাট্‌ল স্নেকটা যখন সারাউন্ড সাউন্ডে ছররা ছররা করতে করতে, মমতা শঙ্করের ব্যালের মত দুলে দুলে এগিয়ে আসছিল না ...
২ এগিয়ে আসছিল? থ্রি ডি নাকি? কি বলচেন কি মশাই, বুকটা ধড়াস ধড়াস করছে। ঈশ ঈশ কি মিসটাই না করলুম।
১ মিস'ই তো। মিসেস তো এখনো হয় নি। দেখে আসুন।
২ আপনেও যাবেন নাকি? এই উইকেন্ডে আরেকবার হয়ে যাক।
১ নাহ্‌ মানা আছে।
২ কিসের মানা?
১ বিধিবদ্ধ সতর্কীকরণ।
২ মানে?
১ হার্টের রোগ।
২ অ বুঝেছি, স্নেকটা ... মানে সাপটা দেখলে যদি ...
১ হ্যাঁ তাই, আপনি কালকে দুপুরের শোতে চলে যান। দুপুরের শোতে মাত্র আশি টাকা নিচ্ছে।
--

(দু দিন পরে)
২ এটা কি আপনি ঠিক করলেন? সব জেনে শুনে?
১ মহাপুরুষরা ভুল বলে গেছেন। সুখ যদি সকলের সাথে ভাগ করে নিতে হয়, তাহলে দুঃখ কেন নয়? আমি ওরকম করে না বললে আপনি যেতেন দেখতে?
২ দুঃখটা তো বুঝলুম, সুখ কই?
১ কেন? ব্রেজিলের কালো বাঘ?
২ সেটাও করচে নাকি?
১ উফফ্‌ ... না পারবে না। ওটা অনুবাদ ছিল। কপিরাইট সত্যজিতের নয়। চাইলেও পারবে না।
--

অজুহাত

- আব্বে সৌম্য, চেহারাটা তো একদম একই রেখেছিস।
+ তোরও একই আছে, টাকটা না পড়লে ...
- ফেসবুকে তোকে পাব ভাবি নি। ডিপার্টমেন্টের অনেকেই দেখলাম আছে।
+ কতক্ষণ এসেছিস?
- হল, ঘণ্টা দুই।
+ বই কিনলি না?
- নাহ, ওই হাতে করে দু-তিনটে গপ্প পড়ে নিলাম।
+ ভাল্লাগলো না?
- তা কেন ... ভালোই। কিন্তু কিনে আর কি হবে, বাড়িতে বোঝা বাড়ানো। আমি সময় পাব না, শাশ্বতীও সংসার নিয়েই ব্যস্ত।
+ কেন, তোর মেয়ে?
- দূর সে বাংলায় কথা বলতে পারে, ব্যস ওই অব্দি। বাংলা শেখানোর একটা চেষ্টা করা হয়েছিল ছোটবেলায়, কিন্তু সে যা পরার স্পিড। অর থেকে বেশী স্পিডে আমি এখন হিন্দি পড়ি।
+ তাই?
- বুঝিসই তো, দিল্লিতে বড় হচ্ছে। এখন ক্লাস নাইন। তারপর তো সেই স্যাট নইলে জি আর ই।

- চ একটু ঘুরি। তুই তো বই কিনবি? তোর ছেলেটা নিশ্চয়ই তোর মতনই হয়েছে। খাস দক্ষিণ কলকাতার। ছেলের জন্য কি বই কিনবি?
+ তোর তাও একটা অজুহাত আছে, আমার সেটাও নেই।