Sunday, June 15, 2014

ঐতিহাসিক বিপ্লব

আমার এক পরিচিত দিদি, প্রায় আমার মায়ের বয়েসী। এ দেশে থাকলে নিশ্চয়ই কাকিমা বলতাম। কিন্তু প্রবাসের স্টাইলে তিনি ছিলেন দিদি। এখনও দিদিই আছেন। আমার শুভাকাঙ্খী। তো তিনি একবার আমায় বলেছিলেন, নিজের জীবনের গল্প নিয়ে কম লিখিস অনির্বাণ। প্রকৃত ফিকশন লিখতে পারাটাই আসল পাখির চোখ। কথাটা আমার বেশ মনে ধরেছিল। কিন্তু সেই অভাগা আমি, মাংসাশী আমি, পাখির চোখে নজর স্থির রাখতে পারি নি, ফিরে এসেছি পাখির শরীরে। আমার নিজের গল্পে।