Monday, January 25, 2016

রজনী এবং মিঃ ভূষণ

-মিঃ ভূষণ, আপনি কি এক্সাইটেড?
-অফ কোর্স আই অ্যাম, সিলি কোশ্চেন।

-হুম্‌, আপনার কি মনে হয় রজনী আপনার জন্য প্রতীক্ষা করছিলেন?
-রজনী কারোর জন্য অপেক্ষা করে না, সিলি এগেন।

-রজনী কি ফিনিশড্‌?
-রজনী এখনও বাকি, আরও কিছু দিতে বাকি।

-আপনার ফার্স্ট নামটা কি আমাদের পাঠকরা জানতে পারেন, মিঃ ভূষণ?
-ফার্স্ট নাম না জেনে ইন্টারভিউ নিতে এসেছেন, আউট, গেট আউট।

-আহা বলুন-ই না।
-পদ্ম।

- আপনার কী মনে হয় রজনীও আপনার জন্য লবি করেছেন? 
- নো, নট অ্যাট অল। রজনী can't…

( শেষ লাইন-দুটো বাবার লেখা )

রক্ত গরম

(১)
-অমর-আকবর-অ্যান্টনি দেখেছেন?
-না, কেন?

-বাঃ, তিনটে তাজা ছেলের গল্প।
-তো?

-কি বলছেন মশাই? হিন্দু মুসলমানের রক্ত মিশে গেল, ঝাড়পিটের সিনেমা, যাকে বলে রোমহর্ষক।
-হুম্‌।

-হুম মানে? বোম্বেতে থাকেন আর অমর-আকবর-অ্যান্টনি দেখেননি? জলদি দেখুন, রক্ত গরম হয়ে যাবে।
-আমি গণপতি-বাপ্পা-মোরিয়া দেখছি। মিট ব্যান। আমার রক্ত এমনিই গরম হয়ে আছে।


(২)
- কোনটা দিয়ে শুরু করি বল তো?
- কেন, ম্যাডক্স স্কোয়ার? ছোটবেলার মত। অ্যাদ্দিন বাদে বিদেশ থেকে ফিরবি ...

- নাহ্‌ বড্ড ভিড়।
- তাহলে নাকতলা? বড় ঠাকুর করছে। পাথ-ব্রেকিং ...

- মানে? সত্যিই রাস্তা ভাঙছে?
- এ রাস্তা সে রাস্তা নয় রে। জীবনের রাস্তা।

- না হবে না, স্পন্ডিলাইটিস আছে। অত উঁচু ঠাকুর দেখতে পারব না।
- হুম্‌, তাহলে কলেজ স্ট্রীট বা মহম্মদ আলি পার্ক?

- কলেজস্ট্রীটে আফটার মিডনাইট মিনারেল ওয়াটার পাব?
- তুই এক কাজ কর, এবারো তুই ম্যাডিসন স্কোয়ার-ই দেখ।

--

পোস্ট ডার্বি অ্যানালিসিস

আবাপ বনাম টাইমস্‌

পূর্ব বনাম পশ্চিম