Monday, January 26, 2015

ব্রেজিলের কালো বাঘ

১ ছবিটা দেখেই ফেললাম।
২  বাদশাহী আংটি দেখে ফেলেছেন?
১ হ্যাঁ দেখেছি।
২ ব্যস? আর কিছু বলবেন না? বলুন না প্লিজ।
১ আগে থেকে বলে দেব?
২ বলে দেবেন মানে? সে কি মশাই? গল্প পালটে দিয়েছে নাকি?
১ তা একটু আধটু।
২ ঈশ, এটা না করলেই পারতো। শেষটা একই রেখেছে তো?
১ শেষ বলে দোব? ভালো হবে কি? মাল্টিপ্লেক্সে এতগুলো টাকা খরচা করে দেখবেন।
২ সে তো আপনার জন্যেই। বললাম একটা সপ্তা যেতে দিন, বড়দিনের ছুটিতে ছেলেটা দেশে ফিরেছে। ব্যাঙ্কের একশোটা কাজ। ওদের দেশের মত তো সব কাজ একদিনে হয় না। সময় লাগে। যাগ্‌গে, দু একটা ছাড়ুন।
১ আবির ফেলু।
২ দুত, সে তো পোস্টারেই দেখলাম। নতুন কিছু বলুন।
১ ইমামবাড়ার অ্যান্টিক ভিডিওর ওপরে ফেলু-তোপসের মডার্ন সুপার ইম্পোজ।
২ বলেন কি? সু-পা-র ইম্পোজ? কিন্তু, করতে হল কেন? ফেলু তোপসে ডাবল রোল করেছে নাকি?
১ দুর মশাই, ডবল রোল আজকাল স্ক্রিনে বোঝা যায় না। সেই উত্তর ফাল্গুনী তে ... না, অতটা করেনি। কম বাজেটে নামিয়েছে বোধহয়, বাবার জিন তো আফটার অল।
২ শিওর? কম বাজেট বলে করেচে? আজকাল তো শুনিচি ফিল্মে পয়সার অভাব নেই।
১ সুদীপ্ত জেলে, পয়সাটা দেবে কে? আর তাছাড়া ডিরেক্টরের ট্র্যাক রেকর্ড দেখুন। রেনকোট, বোম্বাই'এর বোম্বেটের এক-দু বছর পরের সিনেমা। কালো ধোঁয়ার স্টিম ইঞ্জিন রেনকোট পেল, বো-বো কেন পেল না? সিম্পল - লো বাজেট। সারা বিশ্বকে দেখিয়ে দেব - আমরাও পারি এবং কম পয়সায় পারি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ। ব্যস।
২ তাহলে বাজেট'ই হবে। আর? আরো কিছু ছাড়ুন।
১ রজতাভ ছিল। গুলি খেয়েছে।
২ সে কি? রজতাভ'কে যে ফেলুদা বোম্বাই'তে গুলি মারল? ও তো জেলে।
১ ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই। সলমন'কে ধরে রাখতে পারলো না, রজতাভ'কে কি করে পারবে?
২ এই মাইরি সত্যি বলুন না, রজতাভ গুলি খেয়েছে? আবার?
১ আবারের কি আছে। দেব-কোয়েলের সিনেমায় তো হরবখত খায়। রূপসী বাংলা দেখেন না?
২ হ্যাঁ, মানে ... ভাবছি, রজতাভ'ই কেন বারবার ...
১ চেহারাটা বড়সড় তো - টিপ করতে সুবিধে হয়, প্লাস ভারী শরীর নিয়ে আস্তে ছোটে। একটা জায়গায় জিভ বার করে হিস হিস করে ঠোঁটের সামনে চাটছিল।
২ হিস হিস? মানে সাপের মত?
১ নাইন্টিজে ডিডি'তে চন্দ্রাকান্তা দেখতেন? রাজা শিবদৎ - অবিকল ওইভাবে নেশা করত।
২ বাপরে, এক সিনেমায় এইট্টিজ আর নাইন্টিজ।
১ আর গলৌটি কাবাব।
২ সে না হয় হল। যাই বলুন তাই বলুন, রজতাভ কিন্তু বেশ ভালো অ্যাক্টর।
১ শুধু ভালো? উদার।
২ উদার?
১ নইলে কেউ বুনিপ আর র‍্যাট্‌লের মত দু-দুটো হ্যাপেনিং রোল ছেড়ে দেয়।
২ আচ্ছা, স্পেশাল কিছু বলুন।
১ স্পেশাল? ... হু ... স্পেশাল ... স্পেশাল ... স্পেশাল এফেক্ট ... র‍্যাট্‌ল স্নেকটা যখন সারাউন্ড সাউন্ডে ছররা ছররা করতে করতে, মমতা শঙ্করের ব্যালের মত দুলে দুলে এগিয়ে আসছিল না ...
২ এগিয়ে আসছিল? থ্রি ডি নাকি? কি বলচেন কি মশাই, বুকটা ধড়াস ধড়াস করছে। ঈশ ঈশ কি মিসটাই না করলুম।
১ মিস'ই তো। মিসেস তো এখনো হয় নি। দেখে আসুন।
২ আপনেও যাবেন নাকি? এই উইকেন্ডে আরেকবার হয়ে যাক।
১ নাহ্‌ মানা আছে।
২ কিসের মানা?
১ বিধিবদ্ধ সতর্কীকরণ।
২ মানে?
১ হার্টের রোগ।
২ অ বুঝেছি, স্নেকটা ... মানে সাপটা দেখলে যদি ...
১ হ্যাঁ তাই, আপনি কালকে দুপুরের শোতে চলে যান। দুপুরের শোতে মাত্র আশি টাকা নিচ্ছে।
--

(দু দিন পরে)
২ এটা কি আপনি ঠিক করলেন? সব জেনে শুনে?
১ মহাপুরুষরা ভুল বলে গেছেন। সুখ যদি সকলের সাথে ভাগ করে নিতে হয়, তাহলে দুঃখ কেন নয়? আমি ওরকম করে না বললে আপনি যেতেন দেখতে?
২ দুঃখটা তো বুঝলুম, সুখ কই?
১ কেন? ব্রেজিলের কালো বাঘ?
২ সেটাও করচে নাকি?
১ উফফ্‌ ... না পারবে না। ওটা অনুবাদ ছিল। কপিরাইট সত্যজিতের নয়। চাইলেও পারবে না।
--

10 comments:

  1. :D খুব মজা পেলাম পড়ে, অনির্বাণ।

    ReplyDelete
    Replies
    1. প্রথমে ভাবলাম রজতাভ ভার্সেস মগনলাল - এরকম কিছু লিখবো। কি করে যে ব্যাপারটা ব্রেজিলে চলে গেল।

      Delete
  2. Replies
    1. modar bose er hariye jaoa chheler vumikay rajatava ke valo manato .. kintu nah, ki kore hobe .. modar bose ra guli khay na, kore ..

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Bhoy peye gelam...Copyrigt ekhon ar nei (life of author + 60 years). Mane expired in 1990. Tarmane akalkushmando ta cinema banatei pare. Sarbonash.

    ReplyDelete