কিছু একটা

চুপ-কথা শিরোনাম পড়ে যদি আপনি অতি-গোপন, বা অ্যাট লিস্ট আধা-গোপন পিএনপিসি শুনতে এসে থাকেন, তাহলে আপনার সে গুড়ে মোটামুটি SiO2।

আধা-আঁতেল, সাধারণ মাপের বাঙ্গালি যে সব পাঞ্চ লাইন ভাবে, কিন্তু লিখতে পারে না; চলমান অটো থেকে আধা ঝুঁকে সিগারেটে সুখটান দিতে দিতে আউট-অফ-ফোকাস দৃশ্যপট ভাবে, কিন্তু চিত্রনাট্য নামিয়ে ফেলতে পারে না; সেই আপামর হাফ-সোল খাওয়া বং প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার পূর্বে, জন্মেজয় কহিলেন, "হে মহর্ষে!, এমন কিছু একটা আবিষ্কার করুন, যাতে ফ্রাস্টুবান বঙ্গপ্রজাতির অনাবিল সৃষ্টি, আগামীর গর্ভে ফুস্‌ করে বিলীন না হয়ে যায়"।

বৈশম্পায়ন কহিলেন, "ওকে, ডান"। অতঃপর বাংলা ব্লগ-সমুদ্র, এবং তাতে চুপ-কথা-বালতি।

হাততালি কুড়োতে এসেছি, লক্ষ্য বহুত উঁচু।

ফুটে যাওয়ার পরে অপ্রকাশিত ব্লগ বেরুবেঃ) 
হেঁ, হেঁ, হেঁ

2 comments:

  1. Replies
    1. কমেন্টলোভী ব্লগারের পক্ষ থেকে চুপকথায় স্বাগত।

      Delete