Wednesday, July 9, 2014

ফিড বার্নার টেস্টিং

অনেকেই আমায় জানিয়েছে(ন), চুপ কথা ব্লগের পোস্ট গুলো ইমেলে আসা বন্ধ হয়ে গেছে। এট্টু গুগল করে দেখলাম, ৫১২ কেবি ছাড়ালে ওই কাণ্ডটি ঘটে, অর্থাৎ ফিড আর আপডেট হয় না। যার ফলাফল প্রিয় সচিন লেখাটির পর থেকে ফিড আর আপডেটেড হয় নি, ফলে ইমেল'ও যায় নি।
যাগ্‌গে টেকনিক্যাল কচকচানি মরুগ্‌গে। আপাতত প্রব্লেম সল্ভ্‌ড। এখন প্রতিটি লেখার পরেই, যারা যারা ব্লগে ইমেল জমা দিয়েছে(ন), চব্বিশ ঘণ্টার মধ্যে লেখা পেয়ে যাবেন। ঘাঁটতে গিয়ে টের পেলাম ডেলিভারি টাইম অব্দি ঠিক করা যায়। সেটা ভারতীয় সময় সাতসকাল করা হয়েছে। মাইরি বলছি, এই দেখুন -



এখন আর শুধু-মুধু ব্লগে এসে ঘুরে চলে যেতে হবে না।

2 comments:

  1. এটা একটা খুব কাজের পোস্ট লিখেছ, অনির্বাণ। আমার ফিড ডিটেলসও ঠিক করে নিলাম। অনেক অনেক ধন্যবাদ।

    ReplyDelete
    Replies
    1. কুন্তলাদি, এটা আন্দাজ করছিলাম ...

      কারণ তোমার এই কমেন্ট আসার আগেই তোমার ব্লগের ফিড এসে হাজির হয়েছে (যেটা বেশ কিছুদিন ধরে পাচ্ছিলাম না) ...

      Poirot is yet to retire :-)

      Delete