Thursday, February 11, 2016

মাথাও বাইরে, লেজ’ও বাইরে

কোন বাড়ি থাকে না সবাই গান গাইতে ভালোবাসে। তারপর দিদিগিরিতে গিয়ে বলে আমার বাড়িতে ছোটবেলা থেকেই গানের পরিবেশ রয়েছে।

আমাদের বাড়িতেও সেরকম একটা জিনিস রয়েছে।

আমাদের বাড়িতে সবাই কথা বলতে ভালোবাসে। কেউ কেউ আবার সাধারণ কথাই মনোগ্রাহী করে বলতে পারেন। আমার কাকু সেরকম। কাকু পিসীকে খাওয়া-দাওয়ার বিবরণ দিচ্ছেন। বাড়িতেই  খাওয়াদাওয়া হয়েছে। পিসী দিল্লি-নিবাসী, এসে উঠতে পারেন নি।

বিরতি’গুলো খুব ইম্পর্ট্যান্ট।  ঠিক ঠিক জায়গায় থেমে থেমে পড়তে হবে।
--

বুঝলি, প্রথমে হচ্ছে বড়ি দিয়ে লাল শাক ... তার পরে ... হচ্ছে ... শুক্তো ... ফ্যান্টাস্টিক শুক্তো। শুক্তো দিয়েই পেট ভরে গেছে। 
তার পরে ... হচ্ছে ... ডাল ... মুগের ডাল, আর ঝুরি ঝুরি আলু ভাজা ... বাদাম দেওয়া তার মধ্যে ... ভাজা।
তিন নম্বর হচ্ছে ... বিশাল একটা কাতলা মাছ ... মানে কাতলা মাছটা যে দিয়েছে, আমার প্লেটের বাইরে পড়ছিল মাছটা।
এবং প্র-চু-র তেল, পুরোটা খেতে পারলাম না। কেননা তাঁর পরবর্তী যা যা ছিল দেখে নিয়েছিলাম না, তাই ওটার ওপরে কন্সেন্ট্রেট করলাম না।

তারপরে হছে পাবদা মাছ। তার মাথাও বাইরে, লেজ’ও বাইরে।

তারপরে এলো গলদা চিংড়ির মালাইকারি। এতগুলো খাওয়ার পর ... সেই জহরদা একটা গল্প করত না ... ওদের কাজের একটা মাসি ছিল, তার বাচ্চাটা ... খেতে দিলে কিছুক্ষণ পরেই কাঁদতে থাকত। তো সবাই বলছে কাঁদে কেন ও? বলে ওর পেট ভরে গেছে ... কিন্তু খাবার রয়ে গেছে, সেইজন্য কাঁদছে ... খেতে পারছে না।
তারপরে হল চাটনি, পাঁপড়, দই। আর দইটা তো ফ্যান্টাস্টিক, দইটা খেয়ে কেরম একটা ইয়ে হল ... মানে সুপার ফ্যান্টাস্টিক দই।

তারপরে হচ্ছে মিষ্টি, তারপরে পান উইথ দাঁত খোঁচানো কাঠি।
--


টেকনোলজি সব সব সময় খারাপ নয়। ওপরের কথোপকথন হোয়াটসঅ্যাপে শুনে রাঙ্গাদাদু (যিনি কিনা বয়েস জনিত কারণে যথেষ্ট খেতে পারলেন না) স্বগতোক্তি করলেন, এত কিছু একবারে খেতে গেলে বুকের পাটা থাকতে হয়।

5 comments:

  1. ওই বাচ্চাটাকে কিন্তু কালটিভেট করা দরকার।

    ReplyDelete
    Replies
    1. সত্যিই তাই।
      এখন হয়তো সে প্রতিদিন পেট ভরে খেতে পায় আর সেজন্যই ভর্তি প্লেট দেখে কাঁদে না।

      Delete
  2. Erokom khaoa kottodin chakha dure thak..chokhei dekha holona..

    ReplyDelete
    Replies
    1. আজ নয়। কালও নয়।
      তবু জেনো, একদিন হবে।
      তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি
      নীল অন্ধকারে
      তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরী
      গোপন প্রহরে।

      ঠিক সেরকম মুখে ফিরিয়ে নেবে না কচুরী
      কচি পাঁঠার ঝোল দেখেও

      Delete